সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-২ এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । এতে রেজিষ্ট্রেশন, পারস্পরিক যোগাযোগ ও প্রদর্শনী পরিদর্শন, সভা উদ্বোধন, পবিত্র কোরআন তেলায়াত, কোরাম নির্ধারণকল্পে সদস্য গণের উপস্থিত জনিত হিসাব প্রদান, বিজ্ঞপ্তি পাঠ, বার্ষিক প্রতিবেদন পাঠ, প্রশ্নোত্তর পর্ব, লটারি ড্র, পুরস্কার বিতরণ, নবনির্বাচিত /মনোনীত পরিচালকগনের পরিচিতি এবং সভার মুলতবী করণ অনুষ্ঠিত হয়।
পল্লীবিদ্যুৎ সমিতি-২ শিয়ালকোল সিরাজগঞ্জের আয়োজনে
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি -২ প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে উক্ত সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করেন এবং সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি, শিক্ষানুরাগী মোসাঃ আয়েশা সিদ্দিকা।
এ সময়ে সিরাজগঞ্জ সদর -১ পল্লী বিদুৎ সমিতির পরিচালনা বোর্ডের সহ- সভাপতি (এলাকা পরিচালক) মোঃ জুলফিকার আলী, বেলকুচি উপজেলাধীন সমিতি বোর্ড-(২) সচিব বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলাধীন সমিতির পরিচালনা বোর্ডের কোষাধ্যক্ষ ও পরিচালক মোঃ সুজন মিয়া, বেলকুচি উপজেলাধীন -(১) সমাজ সেবক মোঃ বকুল হোসেন, সমিতির পরিচালনা বোর্ডের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ খোরশেদ আলম, কাজিপুর উপজেলাধীন সমিতির পরিচালনা বোর্ডের পরিচালক ব্যবসায়ী, সমাজসেবক মোঃ শহীদুল ইসলাম, সমিতির পরিচালনা বোর্ডের মহিলা পরিচালক রীনা খানম, সমিতির পরিচালনা বোর্ডের মহিলা পরিচালক প্লাবনী বন্যা প্রমুখ বক্তব্যে রাখেন।
এসময়ে বাংলাদেশ পল্লী বিদুতায়ন বোর্ডের, পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালনা (উঃঅর)পরিদপ্তরের উপ-পরিচালক বাদল এবং সহকারি পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি -২ এর কর্মকর্তা প্রশাসন বিভাগ সদর দপ্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, এজিএম (প্রশাসন) মোঃ শহীদুল হক, ইসি সায়েম মোঃ সিদ্দিক, মানব সম্পদ বিভাগের এজিএম (এইচআর) মোঃ হাছিবুর রহমান, আইটি বিভাগের এজিএম মোঃ সাজেদুর রহমান, সদস্য সেবা বিভাগের এজিএম (এমএস)মোঃ রফিকুল ইসলাম, অর্থ বিভাগের এজি এম (অর্থ) হর্ষ বর্দ্ধন প্রামানিক প্রমুখ সহ সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।