টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করলেন- চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী।
বুধবার (২৮ জুন) সকালে বৃষ্টি ও বন্যার পানি উপেক্ষা করে বন্যাকবলিত গরীব, অসহায় ও নিম্ন আয়ের ৫ শতাধিক পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত সাপ্তাহ থেকে দফায় দফায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কাওয়াকোলা ইউনিয়ন প্লাবিত হয়ে পড়ে এবং নদীতে ভেঙে যায় আবাদি জমি ও ঘরবাড়ি। ইউনিয়নের অধিক আংশ গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও তলিয়ে যায় ।
যমুনা নদীর তীব্র ভাঙনে, ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের দোগাছি, হাট বয়ড়া, কাওয়াকোলা, ছোট কয়ড়া, বড় কয়ড়া, মহেশ কাংলা, গ্রামের নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে, পানিতে তলিয়ে গেছে কাঁচা-পাকা বহু সড়ক, ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রিজ-কালভার্ট। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছে শতশত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকেলা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী বলেন, যমুনা নদীতে পানি যতই বৃদ্ধি পাচ্ছে কাওয়াকোলা ইউনিয়ন ততই নদীর গর্ভে বিলীন হচ্ছে। জমি ও ফসল নদীর গর্ভে বিলীন হয়ে মানবতার জীবন যাপন করছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ।
আমার সাধ্য মোতাবেক নিজস্ব অর্থায়নে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুক সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করছি।দুর্গম চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে সহযোগিতার জন্য সিরাজগঞ্জের প্রশাসন, সামাজিক সংগঠনের পাশা পাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।