আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ জাতিরজনক এর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে - আনন্দ র্যালি প্রদর্শন, নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ ড.জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, এ দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ হতো না। আজ তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করছি।
এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি দেশকে উন্নয়ন করায় দেশে বিদেশে প্রশংসা অর্জন করছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য নৌকা মার্কায় ভোট চাই। আপনারা এখন হতে ঐক্যবদ্যভাব তৃণমূল পর্যায়ের মানুষদের কাছে গিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের সভাপতি ফরিদা ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাইলা আফসানা ইকো, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখা'র
সহ-সভাপতি বেগম নুর মহল, হোসনে আরা মির্জা হাসি, ফারজানা সিদ্দিকা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সদস্য নুসরাত জাহান ইলোরা, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা, যুব মহিলা আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখা'র আফরিন মায়া প্রমুখ।
এ অনুষ্ঠানে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট কর্মকর্তা ও সদস্য-সদস্যারা ছাড়াও মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিপুল সংখ্যক নারীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।