বন্ধুর জন্য নতুন মোটরসাইকেল কেনার জন্য বন্ধুর সঙ্গে সুমন মিয়া গিয়েছিলেন শো-রুমে। বন্ধুর নতুন মোটরসাইকেল সুমন চালিয়ে ফিরছিলেন বাড়িতে। ফেরার পথে উল্টো পথে আসা বিপরীতদিকগামী একটি গাড়ির চাপায় মৃত্যু হয় সুমনের। এতে আহত হয় পিছনে বসা আরিফ হোসেন।
ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর বাইলমাইল এলাকায় শুক্রবার বেল সাড়ে ১২ টার দিকে।
নিহত হলেন, নিহত হলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৪)। সে কোনাবাড়ী আমবাগ এলাকায় ফজল মিয়ার বাড়ীতে ভাড়া থেকে আমবাগ এলাকায় একটি মোবাইল মেরামতের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর আমবাগ এলাকার আরিফ হোসেন নতুন একটি মোটরসাইকেল কেনার জন্য তার বন্ধু সুমন মিয়াকে নিয়ে গাজীপুর চৌরাস্তা জারা ডিজিটাল শো-রুমে যান। সেখান থেকে ১১০ সিসির একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে কোনাবাড়ির উদ্দ্যোশে রওনা হন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌছালে উল্টো পথে বিপরিতদিকগামী একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে তাদের মোটরসাইকেলটি পড়ে গিয়ে সুমন ও আরিফ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকায় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে।
নিহত সুমনের বড় ভাই মো. উজ্জল মিয়া জানান, সুমন সকালে তার বন্ধু আরিফের নতুন মোটরসাইকেল কেনার জন্য গাজীপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তার মৃত্যু হয়।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।