দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি দবিরগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চেয়ারম্যান সুপার মার্কেটে গিয়ে শেষ হয়।
এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডলসহ ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন,কেউ হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে রুখে দিতে হবে। আমরা রাজপথে আছি থাকবো এবং আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।
সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন,বিএনপি-জামায়াত সহ বিভিন্ন গোষ্ঠী যারা ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, আগামীতেও হবে না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।