লালমনিরহাট জেলার কালীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবিজ উদ্দিন ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নেরর বেতগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয়রা জানান, রংপুর শহরে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ইমাম আবিজ উদ্দিন। পথে কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় এলে একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইমাম আবিজ ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।