সহজ শর্তে ঋণ দেওয়ার নামে সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রাহকদের কয়েক লাখ টাকা নিয়ে পালিয়েছে কারসা ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও।
মঙ্গলবার দুপুরে সলঙ্গা ডিগ্রী কলেজ পাড়া সাবেক সেনা সদস্য শহিদুল ইসলামের বাড়িতে এনজিওটির অফিসে গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলছে। সামনে ভীর করছে কিছু গ্রাহকরা।
জানা যায়, গত এক সপ্তাহ আগে ওই বাড়ির নিচতলা ভাড়া নিয়ে অফিস শুরু করেন একটি প্রতারকচক্র। ২০ হাজার টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে জামানত সংগ্রহ করে ব্রাঞ্চ ম্যানেজার ও তার সহকারীরা। এই ভুয়া এনজিও প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও হাওয়ায় খবর পাওয়া গেছে।
গ্রাহক নাজমা খাতুন বলেন, ১৫ হাজার টাকা জমা দিয়েছে। সোমবার সকালে ২ লাখ ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে ব্রাঞ্চ ম্যানেজারের ফোন নম্বরটি বন্ধ পাওয়া অফিসে এসে দেখি দরজায় তালা মারা।
লাবনী খাতুন,নাজমা খাতুন, ফিরোজা খাতুন,হাজেরা খাতুন জানান, কাসরা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার দুই লাখ টাকা ঋণ দেবেন বলে ১৫ হাজার টাকা আমানত জমা দেই। এখন ঋণ দেওয়ার কথা কিন্তু অফিসে এসে দেখি অফিস বন্ধ। তাদের দেয়া মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাচ্ছি। এছাড়াও ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ঋন দেবার কথা বলে।
বাড়ির মালিক সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম জানান, গত এক সপ্তাহ আগে কারসা ফাউন্ডেশন নামে একটি এনজিও ম্যানেজার পরিচয়ে একজন এসে বাসাটি ভাড়া নেয়। পরে তারা পালিয়ে গেছে বলে শুনেছি।
সলঙ্গা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।