বেতাগী (বরগুনা) প্রতিনিধি: জেগে ওঠো তারুণ্যের শক্তিতে’ এই প্রতিপাদ্যক সামনে রেখে বরগুনার বেতাগীতে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজলা পরিষদ সম্মেলন কক্ষ গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সভাপতি সোহেল মীরর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলন উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমদ।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক মল:খাইরুল ইসলাম মুনার সঞ্চালনায় বিশষ অতিথি ছিলন উপজলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, অফিসার ইনচার্জ মা: মাহবুবুর রহমান, উপজলা সমাজসবা অফিসার মাসুম বিল্লাহ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মটু, সাপ্তাহিক বিষখালী পএিকার সম্পাদক আব্দুল সালাম সিদ্দিক, নাগরিক ফারামর সভাপতি লায়ন শামীম সিকদার ও সাংবাদিক আরিফুর রহমান। বক্তব্য রাখন,সংগঠন মাহমুদ হাসান ও তাকওয়া তারিন নুপুর।
এসময় শিশুরা হাত উচিয় বাল্য বিয় মুক্ত থাকার এবং প্রতিরাধর অঙ্গীকার ব্যক্ত কর বলেন, শিশু ও যুবদের নেতৃত্বগুণ দক্ষ মানব শক্তিত পরিণত করার প্রত্যয় নিয় আমাদর অগ্রযাত্রা হাক অপ্রতিরাধ্য। আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদশর স্মার্ট নাগরিক বিনির্মাণ জিপিওয়াইডে বতাগী উপজলায় রাল মডল হব। আমরা যুবদর সংগঠিত করা, তাদর নতিক বাধ, আত্মকর্মী হত উজ্জীবিত করাসহ জীবনর প্রতিটি ক্ষত্র দক্ষতার স্বাক্ষর রাখত যন সক্ষম হয় এভাবই বড় উঠত ও গড় তুলত চাই উপজরাবাসীক।
বক্তারা আরও বলেন, আমাদের চতুর্থ বর্ষে অর্জনের জায়গা খুবই সামান্য তাই আমরা দঢ় পণ করছি যে আগামী বর্ষপূর্তির আগই আমরা সামাজিক, সাংস্কৃতিক, যুব দক্ষতা, শিশু অধিকারসহ মানুষর জীবন মান উনয়ন এলাকা ভিত্তিক সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে কাঁধ কাঁধ মিলিয় স্বেচ্ছাশ্রেমের ভিত্তিত এগিয়ে যাব।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।