সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার পলাতক আসামি আবু সাঈদ গাজীপুরে র্যাবের হাতে আটক হয়েছে।
র্যাব-১২'র অধিনায়ক মোঃ কামরুজ্জামান দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুর সদর থানার বাংলা বাজার এলাাকায় পরিচালনা করে শাহজাদপুরে আলোচিত তারা সরকার, জুলমত সরকার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবু সাঈদকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার কায়েমপুর গ্রামের আঃ হাকিম এর ছেলে আবু সাঈদ (৪৫)।গ্রেফতারকৃত আসামিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,গত (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, ফালা,চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শাহজাদপুর থানার কায়েমপুর গ্রামে ভিকটিম তারা সরকার, জুলমত সরকার এর বসত বাড়ীতে প্রবেশ করে এবং তারা ভিকটিমকে গালিগালাজসহ তার বাড়ী-ঘর ভাংচুর করতে থাকে।
এসময় ভিকটিম দুর্বৃত্তদেরকে বাধা নিষেধ করলে আসামি আবু সাঈদ হত্যার উদ্দেশ্যে ফলা দিয়ে ভিকটিমকের বুকের ডান পাশে র্ঘা দিয়া বিদ্ধ করে ও গুরুত্বর জখম করে এবং অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে। এলোপাথারী মারপিটের ফলে ভিকটিম তারা সরকার ও জুলমত সরকার ঘটনাস্থলেই মৃত্যবরণ করে।
এই ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।