বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জর হাটিকমুরুল হাইওয়ে থানায় হামলা- অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে থানার ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সলঙ্গা থানা ছাত্রলীগের সেলিম-সাগর কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রবিউল করিম জানান, থানার ডাকবাংলো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আপনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ আগষ্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে একটি মামলা হয়। ওই মামলার তানভীর ইসলাম আপনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।