মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় গাজীপুর মহানগরীর ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অত্র ওয়ার্ড কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলম খন্দকার,কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ),যুবদল নেতা জহুরুল খন্দকার, বাদল খন্দকার,৭ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ আতাউর রহমান তাঁরা,সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মিয়াসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলির বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।