প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ারবিলে অবৈধ ও অপরিকল্পিভাবে পুকুর খনন করে হাজার হাজার বিঘা কৃষি জমি পতিত পড়ে থাকায় ৫টি মৌজার ১৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা
বুধবার(৫ ফেব্রুয়ারী) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ করে সমাবেশ করেছে।
এসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান,গোলাম মোস্তফা,গোলাম রব্বানী,আব্দুল আজিজ,আবু তাহের ও আব্দুল জলিল প্রমুখ।
সমাবেশে বক্তারা হরিনচড়া, কৈমাঝুড়িয়া, জালশুকা, দবিরগঞ্জ ও চৈত্রহাটি মৌজার ১৪টি গ্রামের কৃষকদের পতিত কৃষি জমির জলাবদ্ধতা নিরসন কল্পে দ্রুত সময়ের মধ্যে কচিয়ার বিলে খাল খননের জন্য সংশ্লিষ্ট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের নিকট জোর দাবি জানান। এরপরও যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌক্তিক দাবি পুরণ করা না হয়,তাহলে আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন। এদিকে মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ জানজটের সৃষ্টির সংবাদ পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌতিক দাবি সরেজমিনে পরিদর্শন করে পুরণ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.