স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ-কাজিপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কাজিপুর উপজেলার দুবলাই গ্ৰামের বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উদ্ধারকৃত মৃতদেহটি উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গ্ৰামের বাসিন্দা মৃত আবু সাইদের ছেলে ও অটোরিক্সা চালক এনামুল হকের।
নিশ্চিত করে কাজিপুর থানা ডিউটি অফিসার এসআই শফিউল জানান, খবর পেয়ে সকাল ৭/৮ টার দিকে লাশ উদ্ধার করা হয়, অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। অটোরিক্সাটি পাওয়া যায়নি।
পোস্টমর্টেমের জন্য মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত ৭ মার্চ চরাঞ্চলের তারাকান্দি গ্ৰাম থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত এনামুল মঙ্গলবার ভোর রাত ৩/৪ টার দিকে টমেটো নিয়ে পাইকারি বাজার দক্ষিণের পিপুলবাড়িয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর সকালে তার মৃত্যুর খবর আসে। এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক এনামুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এবং অটোরিক্সা ছিলো পরিবারের প্রধান উপার্জনের উৎস।
উদ্ধারকাজ প্রত্যক্ষদর্শী দূবলাই গ্ৰামের একাধিক ব্যক্তি বলেন, মৃতদেহের হাত, পা, চোখ ও মুখ ব্রাউন টেপ দিয়ে বাঁধা ছিলো, নাকে মুখে রক্ত ও ফেনা ছিলো। স্থানীয় সচেতন মহল থেকে জানা যায়, কাজিপুরে সম্প্রতি চুরি, গরু ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা আশংকাজনক হারে বাড়ছে, এবং জনগণের জানমালের নিরাপত্তায় সরকারি সংস্থাগুলোকে আরো সক্রিতা দেখাতে আহ্বান জানান তারা।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ৭ মার্চ দুপুরে উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের তারাকান্দি গ্ৰামের বাথান বাড়ির একটি বসত ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ৪ দিনের ব্যবধানে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।