নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ জনকে আটক করেছে র্যাব ২টি গরু উদ্ধার।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর অপস্ অফিসার মোঃ উসমান গণি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ফেব্রুয়ারি ২৫ তারিখে আনুমানিক ৪ টার দিকে ভিকটিম বেলকুচি থানার গয়নাকান্দি গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫),ঘুম থেকে উঠে দেখে তার ঘরের বারান্দার গ্রিলের ছিটকানি মাফলার দিয়ে বাঁধা রয়েছে।পরে দরজায় বাঁধা মাফলারটি খুলে বাইরে বের হয় এবং বাইরে গিয়ে দেখতে পায় গোয়াল ঘরে রাখা তার গরু দুইটি নেই।
পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীদের সাথে নিয়ে আশেপাশের সব এলাকায় গরু দুইটি অনেক খোঁজাখুঁজি করলেও তা আর সন্ধ্যান পায় না।তারা ধারণা করে গরু দুইটি চুরি হয়েছে।
এঘটনায় জাহাঙ্গীর আলম বেলকুচি থানায় একটি চুরি মামলা রুজু করে।
উক্ত ঘটনার পর থেকেই র্যাব আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক তৎপরতা শুরু করেন।
এরই ধারাবাহিকতায় গত (১২ মার্চ) ৩টি পৃথক অভিযান পরিচালনা করে চোর চক্রের ৪ জন সদস্যকে আটক করা হয়।
আটককৃত আসামী,সিরাজগঞ্জের সুজা নগর থানার দুলাই গ্রামের শাহজাহান খোন্দকারের ছেলে শাহীন খোন্দকার (৪৪), উল্লাপাড়ার আলীয়ারপুর গ্রামের জমশের মন্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫),উল্লাপাড়া থানার প্রতাপ গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০),একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মন্ডল (৩৪)।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।