এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় বজ্রপাতে রুহুল আমিন (৬৫) নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হাটুরিয়া - নাকালিয়া ইউনিয়নের চর সাঁড়াশিয়া গ্রামের মৃত জুরান মোল্লার ছেলে রুহুল আমিন বাড়ির পাশে ক্ষেতে ঘাস কাটছিল।
এ সময় বৃষ্টি এলে বজ্রপাত ঘটলে তাঁর শরীরে এসে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।