বেড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার :
পাবনার বেড়ায় প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের মোল্লাবাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়।
আহত দুইজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা , তিনি আরও জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।নিহত যুবকের নাম সুজাত সরদার (৩০)। তিনি আমিনপুর থানার চরপাড়া গ্রামের আইয়ুব আলি সরদারের ছেলে।








