সিরাজগঞ্জ-১ আসনে এবি পার্টির এমপি প্রার্থী শাব্বির আহমেদ তামীম
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে এমপি পদে এবি পার্টির প্রার্থী মনোনয়ন পেয়েছেন শাব্বির আহমদ তামীম। গত ৭ নভেম্বর সন্ধায় কাজিপুর প্রেস ক্লাব আয়োজিত চা চক্রে উপস্থিত থেকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি তার দল এবি (আমার বাংলাদেশ) পার্টির রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এ ছাড়াও এই আসনের জনসাধারণের জীবন মান উন্নয়নে সামগ্রীকভাবে পাশে থাকার আশ্বাস দেন। সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে তিনি জানান, যদি বিএনপির সাথে এবি পার্টির জোট হয় তবে কাজিপুর আসনে তিনি জোট মনোনয়ন প্রত্যাশা করছেন।
এবি পার্টির নির্বাচনী অঙ্গীকার গুলো হলো; নিম্ন আয়ের মানুষের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা, দারিদ্র্য বিমোচনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকারত্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, উন্নত প্রযুক্তির মাধ্যমে ফলন বাড়াতে সাহায্য করা, এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা। এ সময় তিনি আরো জানান, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্ৰামের স্বনামধন্য মুসলিম পরিবারে তার জম্ম। পিতা গোলাম রসুল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন পরিচালক ছিলেন। শাব্বির আহমেদ তামীম চিকিৎসা সেবাধর্মী একটি প্রতিষ্ঠানের কর্ণধার এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে তার রাজনৈতিক উপস্থিতি বলে জানান।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ-১ আসন জেলার উত্তর সীমানার কাজিপুর উপজেলা ও সদর উপজেলার ৪ ইউনিয়ন নিয়ে গঠিত, আসনটিতে যমুনা নদীর চরাঞ্চলের ৮ টি ইউনিয়ন রয়েছে।
চা চক্রে কাজিপুর প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি আলমাহমুদ সরকার জুয়েল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি টিএম কামাল, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।








