শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

কাজিপুরে শীতকালীন সবজির বীজ ও  সার বিতরণ

রিপোর্টারের নাম : / ৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে রবি মৌসুমে শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৩৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস থেকে এই বীজ বিতরণ উদ্বোধন করেন কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদসহ উপসহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী কৃষকগণ।

প্রণোদনার আওতায় কাজিপুরে এবছর উপকারভোগী ৩৮০ জন কৃষকের মধ্যে ১৩০ জন কৃষককে লালশাক, পালংশাক, মটরশুঁটি, লাউ, মুলা, বেগুন ও বাটিশাকের বীজ প্রদান করা হয়। এছাড়াও রাসায়নিক সারসহ লাউ বীজ ৪০ জন, মিষ্টি কুমড়া ৭০ জন, বেগুন বীজ ৭০ জন, মিষ্টি কুমড়া ৭০ জন এবং ৭০ জন শসা বীজ ও সার পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর