শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

কোনাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধিঃ / ৪০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহিত ৫ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম।

আহত আমিনুল (৩৮) মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মান্নান এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় হাজী মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছিলেন।

আমিনুল ইসলাম বলেন,রাত সাড়ে দশটায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে আগে থেকে ওত পেতে থাকা একটি সাদা প্রাইভেট কার থেকে দুইজন লোক বের হয়ে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তারা আমার সাথে থাকা ব্যাগে আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর