শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ,উদ্ধার অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ৩০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার ৯ টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সকাল দশটা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের দমকলবাহিনী রাত থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর