শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

শার্শায় বিএনপি কর্মী লিটন হত্যা মামলার চার আসামি ঢাকা থেকে আটক

রিপোর্টারের নাম : / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ জুন, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো, এসময় বিএনপি কর্মী লিটন হোসেন (৩২) হত্যা মামলার চার আসামিকে ঢাকা থেকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে লিটন হোসেনে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে।
আটককৃতরা হলো, দূর্গাপুর গ্রামের মোমিন মিয়া (৫০) ও তার ছেলে সেলিম মিয়া (৩২), আব্দুল আজিজের ছেলে রমজান আলী (৩০) এবং মৃত তৈয়ব আলীর ছেলে আক্তার হোসেন (৪০)।

পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে
উল্লেখ্য, গত মঙ্গলবার ১০জুন রাতে নিহত লিটন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো, এসময় ওই এলাকার সেলিম ও রমজান সঙ্গীয় সন্ত্রাসী সাথে নিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে ফেলে রাখে লিটনকে। সংবাদ পেয়ে তার পিতা সেখানে গিয়ে আহত লিটনকে উদ্ধার করে
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের পিতা শার্শা থানায় ১১ জুন একটি হত্যার মামলা করেন। এই মামলার মূল আসামি সেলিম মিয়াকে গত বৃহস্পতিবার ১৩ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি পেয়ে বাকি তিনজনকে তুরাগ থানাস্থ ধওর কবরস্থানের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করে। পরে তাদের যশোরে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। আদালতে সেলিম হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান,লিটন হত্যার মোট আটজন আসামিকে আটক করা হয়েছে। আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর