শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষনকান্ডের মূল অভিযুক্ত গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে আলোচিত মাদ্রাসাছাত্রী ধর্ষনকান্ডের মূল অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার সকালে জেলার সলঙ্গার র‌্যাব-১২ হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর মো: আহসান হাবিব।

প্রেস কনফারেন্সে তিনি বলেন, গত ১৯শে অক্টোবর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পার্কের সামনের একটি রেস্টুরেন্টে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর মূল অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব-১২। একপর‌্যায়ে র‌্যাব-১১ এর সহযোগিতায় বুধবার কুমিল্লার জিয়ারকান্দি এলাকা থেকে অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করা হয়। সে কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে ও ধর্ষন মামলার প্রধান আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর