আদিতমারী থানার অভিযানে গ্রেফতারী পরোয়ানার ভুক্ত ৮ জন আসামী গ্রেফতার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_303422032520669-700x390.jpeg)
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০৮ জন পলাতক আসামীকে আটক করেছেন পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) লালমনিরহাট পুলিশ সুপার, মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায়
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই জয়েন উদ্দিন, এসআই ফারুক হোসেন, এএসআই জোবায়ের হোসেন, এএসআই বিজয় দাস, এএসআই গোপাল চন্দ্র, এএসআই জাকির হোসেন, এএসআই আমিনুল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন থেকে পলাতক ০৮ আসামীকে আটক করেছেন।
আটক আসামি ফজলুল হক আদিতমারী উপজেলার কিসামত খুটামারার সামছুল হক এর ছেলে তার বিরুদ্ধে আদালতের মামলা নং এনজিআর ১৮৮/২৩। আসামি হরিচন্দ্র একই উপজেলার সারপুকুর এলাকার সবদল মিস্ত্রিটারী এলাকার সুশীল চন্দ্রের ছেলে। আসামি বিউটি রানী একই এলাকার হরিচন্দ্র এর স্ত্রী। আসামি লক্ষ্মণ চন্দ্র ওই এলাকার মৃত সুশীল চন্দ্র এর ছেলে। আসামি অনিতা রানী ওই এলাকার লক্ষ্মণ চন্দ্র এর স্ত্রী তাদের বিরুদ্ধে আদালতের মামলা নং নাঃ শিঃ নিঃ-২০০/১৮। আসামি আব্দুল হক একই উপজেলার মহিষা শহর এলাকার মোক্তার আলীর ছেলে আসামি আয়শা বেগম ওই এলাকার আমিনুর রহমানের স্ত্রী আসামি মমেনা বেগম ওই এলাকার মৃত আবুল হোসেন এর মেয়ে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।