আমবাড়ীতে ইমাম ওলামা কল্যাণ পরিষদ এর উদ্যোগে সিরাতুন নবী সাঃ সম্মেলন

দিনাজপুরে পার্বতীপুরে ৭ নং মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ীতে ইমাম ওলামা কল্যাণ পরিষদ এর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু সম্মেলনে রহমতে আলম মহানবী সাল্লাল্লাহু এর জীবন চরিত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে ৭ নং মোস্তাফাপুর ইউনিয়নে ২২ অক্টোবর শনিবার বিকেলে আমবাড়ী ইমাম ওলামা কল্যাণ পরিষদ এর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু সম্মেলনে রহমতে আলম মহানবী সাল্লাল্লাহু এর জীবন চরিত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মোঃ মাহমুদুল্লাহ খাঁন আরবী ঢাকা ।
বিশেষ আলোচক মাওলানা আবুল কাশেম সরকার ,সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সদর থানা শাখা দিনাজপুর ।
সংক্ষিপ্ত আলোচক মাওলানা মতিউর রহমান কাসেমী (দঃবাঃ) সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দিনাজপুর।সভাপতিত্ব করেন মাওলানা এ কে এম জিয়াউল হক সভাপতি আমবাড়ী ইমাম ওলামা কল্যাণ পরিষদ।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা ছিলেন-মাওলানা মাহবুব উল- হক আমবাড়ী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।