আসন্ন ঈদকে সামনে রেখে ভিন্ন সাজে সাজ্জিত করা হচ্ছে নন্দন পার্ক। জোরদার করা হচ্ছে নিরাপাত্তা বাহিনীকে
দেওয়ান সামান উদ্দিন (কালিয়াকৈর) গাজীপুরঃ
গাজীপুর ও সাভারের সীমান্তবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে বাড়ইপাড়া এলাকায় ২০০৩ সালে বৃটিশ, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ মালিকানায় সম্পূর্ণ নিজস্ব জমির উপর গড়ে উঠেছে নন্দন পার্ক । এটি একটি পারিবারিক পার্ক। নাগরিক জীবনে কর্মব্যাস্ততার ভিরে অল্প সময়ে অবসরে চিত্র বিনোদনের জন্য চলে আসে পার্ক গুলোতে । সেই উদ্যেশ্যে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দর্শনাথীদের আনন্দ উল্লাস দেওয়ার জন্য পার্কটি কে সাজানো হচ্ছে । প্রস্তুত করা হচ্ছে ওয়াটার ওর্য়াল্ডে ,কেবলকার , রোলার কোষ্টার সহ আর্কষনীয় রাইড । জোরদার করা হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। যাতে করে দর্শনার্থীরা নির্ভিগ্নে আনন্দ উল্লাস উপভোগ করতে পারে । ইতি মধ্যে পার্কেটিকে পরিস্কার পরিচ্ছন্ন , বিভিন্ন রাইড গুলোকে রং করা হয়েছে । তৈরী করা হচ্ছে নতুন রাইড যা দর্শনাথীরা উপভোগ করতে পারে । এবারের ঈদে সবচেয়ে আকর্ষন ভারত থেকে ম্যাকস ড্যান্স গ্রুপ যারা ওয়াটার ওর্য়াল্ডে প্রতিদিন নিত্য করবে চলবে ঈদের পরের ৭ দিন পর্যন্ত।