ইসলামি যুব আন্দোলনের নেতা মুফতি মোহাম্মদ নুরনবী শেখ জামিনে মুক্তি পাওয়ায় সংবর্ধনা

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ নুরনবী শেখ মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ায় জেলা ও উপজেলা ইসলামি যুব আন্দোলন শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর রাতে ডেমরা থানার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ৩২ দিন পর গত ১৬ অক্টোবর জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার সকালে ইসলামি যুব আন্দোলন বেলকুচি থানা শাখার আয়োজনে অর্ধ শতাধিক মটরসাইকেলের বহর নিয়ে সায়দাবাদ মহাসড়ক চত্বরে জামিনে মুক্তি পাওয়া মুফতি মোহাম্মদ নুরনবী শেখকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
পরে মোটরসাইকেলের বহর নিয়ে বেলকুচি উপজেলার বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। এতে ইসলামি যুব আন্দোলন জেলা ও থানার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি যুব আন্দোলন বেলকুচি থানা কমিটির সভাপতি মওলানা আব্দুস সামাদ, জেলা আমির মুফতি মহিবুল্লাহ, বেলকুচি থানা সেক্রেটারি হাফেজ জয়নাল আবেদীন, বেলকুচি শাখার মুজাহিদ কমিটির সেক্রেটারি শহিদ আমিন, যুব আন্দোলনের সভাপতি মওলানা নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।