উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূল তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নবী নেওয়াজ খান বিনু।
১৮ এপ্রিল বুধবার পৌর এলাকার একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নবী নেওয়াজ খান বিনু বলেন , একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্যর মাধ্যমে পত্রিকা ও অনলাইনে “আওয়ামীলীগ নেতা জামাত ইসলামের ঈদ পূনর্মিলনি অনুষ্ঠানে ভোট চাইলেন “এই শিরোনামে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জমাত নেতা রফিকুল ইসলামের সাথে ছবি প্রকাশিত ও ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন করেন। তিনি আরো বলেন আমাকে ইঙ্গিত করে বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। কারন আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ভোটের মাঠে গণসংযোগ করে চলেছি। নির্বাচনে আমার জয় নিশ্চিত ভেবে জেনে নির্বাচনী প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এই অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালাওভাবে প্রচার করে । আমার বিরুদ্ধে সংবাদ প্রচারের তিব্র নিন্দা জ্ঞাপন করছি।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল , পৌর মেয়র এস এম নজরুল ইসলাম সহ অনেকে । এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।