উল্লাপাড়ায় ১৪ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/Ullapara-Sirajganj-pic.09.10.23-700x390.jpg)
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অফিস এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সংসদ সদস্য তানভীর ইমাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং কৃষকদের হাতে প্রনোদনার সার বীজ তুলে দেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি,উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ সুর্বণা ইয়াসমিন সুমি সহ প্রমুখ।
উল্লাপাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম,ভূট্রা,সূর্যমুখী,চিনাবাদাম,পেঁয়াজ,মূখ, মসুর,খেসারী, বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে একযোগে বিনামূল্যে এই বীজ-সার বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপজেলার ১৪ ইউনিয়নের প্রায় ১৪ হাজার কৃষকের হাতে জন প্রতি ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য তানভীর ইমাম বলেন,শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। এতে এটাই প্রমাণ হয়,আওয়ামী লীগ সরকার জনদরদি সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার। এ জন্য তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহ্বান জানান।