উল্লাপাড়ায় ২৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২ জানুয়ারী) ভোরে র্যাব-১২’র
অধিনায়ক মোঃ মারুফ হোসেনের দিকনির্দেশনায় উপজেলার আরএস রেল গেইটের পাশে মেসার্স শিমলা স্টোরের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় রংপুর জেলার কোতয়ালী থানার তাজহাট টিবি গ্রামের শফিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২০), সাজু মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৩৫) কে ২৩ কেজি গাঁজাসহ পিকআপ ও ৩হাজার ৫শত টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।