কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শনিবার ১৯ নভেম্বর বিকেলে নিজ গ্ৰামের ঈদগাঁও মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন ইউএনও সুখময় সরকার এবং কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) ও পুলিশের চৌকশ দল।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনসাধারণ। বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।
যুদ্ধ পরবর্তী তিনি স্বাস্থ্য সহকারী হিসেবে আমৃত্যূ জনসেবা অব্যাহত রাখেন। পারিবারিক জীবনে ৩ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।