কাজিপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬২ ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ গৃহ পেয়েছে
কাজিপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২’শতক জমিসহ গৃহ হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এই ধাপে উপজেলার ৫০’টি ভূমিহীন-গৃহহীন পরিবার এই সুবিধার আওতায় এসেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২১ জুলাই উপজেলা পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহর, তেকানি ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ প্রমূখ।
তৃতীয় ধাপে একেকটি ঘর নির্মাণে ব্যয় ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা এবং ঘরগুলোতে আরসিসি পিলার, গ্রেড ভিম, টানা লিংকটারসহ বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে।