বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

কাশিমপুর কেন্দ্রীয়  কারাগারে  হাজতির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার  (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই হাজতি হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভোলানাথপুর গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে সানাউল্লাহ, (৫৫)। জেল সুপার ও  কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী ছিলেন সানাউল্লাহ । এ কারাগারে তার হাজতি নম্বর- ৯৬৬০। রাতে হঠাৎ তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে  মৃত ঘোষণা করেন।
নিহত ওই মৃত হাজতির বিরুদ্ধে খিলক্ষেত থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর