রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে সংবাদকর্মীদের ওপর হামলা-মামলার ঘটনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা ওসির অপসারণের দাবিতে মানববন্ধন, হামলায় পুলিশসহ আহত ৫ জন রংপুরের তারাগঞ্জে সাংবাদিক নাজিমের ওপর সন্ত্রাসী হামলা! লালমনিরহাটের আলোচিত হাসিনার কাটা মাথা উদ্ধার গ্রেপ্তার-১ ‎পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে এসে শিক্ষক কর্তৃক ধর্ষনের স্বীকার জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার শিক্ষার্থীদের বিভাগীয় কৃতিত্ব যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন কাজিপুরে বালু নিংড়ানো পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু 

কোটা সুবিধায় পণ্য আনতে ফের উদ্যোগ

রিপোর্টারের নাম : / ৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

রমজান সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে সাতটি ভোগ্যপণ্য কোটা সুবিধায় আনার ব্যাপারে ফের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে কেবল চাহিদা অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করা যাবে- এমন একটি সংশোধনের বিধান রেখে চুক্তির আগ্রহ দেখিয়েছে সরকার।

বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাবও  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে দেওয়া হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের চাহিদা অনুযায়ী কোটা সুবিধা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিবছরই কোটা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ সাত ভোগ্য পণ্য বাংলাদেশে রপ্তানি করবে ভারতের ব্যবসায়ীরা। এক্ষেত্রে প্রতিবছর চাহিদার বিষয়টি সংশোধনে ভারতের কিছুটা আপত্তি রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ  কোটা সুবিধায় ভারতের কাছে চাওয়া হয়েছে যে সাত ভোগপণ্য তার মধ্যে রয়েছে ১৫ লাখ ৫০ হাজার টন চাল, ২৬ লাখ টন গম, ১০ লাখ টন চিনি, ৮ লাখ টন পেঁয়াজ, ৫০ হাজার টন আদা, ৭০ হাজার টন রসুন এবং ১ লাখ টন মসুর ডাল।

সাত ভোগ্যপণ্য কোটা সুবিধায় আমদানির বিষয়টি ভারত সরকারের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এলক্ষ্যে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশটির সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা ও একাধিক বৈঠক করেছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেসব বৈঠকে বাংলাদেশে রপ্তানির জন্য সাত ভোগ্যপণ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ ব্যাপারে স্থানীয় কৃষকদের পণ্যের ন্যায্যদাম নিশ্চিত করার বিষয়টির ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া প্রতিবছরই যাতে বাংলাদেশ কোটা সুবিধার আওতায় সুনির্দিষ্ট পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করে সে বিষয়টির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ এ ব্যাপারে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে কোটা সুবিধা সংক্রান্ত চুক্তি যেটি হবে-সেটি যাতে প্রতিবছরই সংশোধন (রিভাইসড) করা যায় সে বিষয়টির ওপর তাগিদ দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে ভোগ্যপণ্যের চাহিদা রয়েছে সত্য, তবে প্রতিবছর চাহিদার পরিমাণ এক নয়।

চাল ও পেঁয়াজ উৎপাদনে আগামী কয়েক বছরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশে আমদানি মূল্য কম হলে সেখান থেকে আমদানির সুযোগ নিতে পারেন ব্যবসায়ীরা। ফলে সাত ভোগ্যপণ্যের চাহিদা সব সময় এক রকম নাও থাকতে পারে। এ অবস্থায় কোটা সুবিধার আওতায় যে চুক্তিটি করা হবে সেটি প্রতিবছর সংশোধন যোগ্য হওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, কোটা সুবিধায় সাত ভোগ্যপণ্য আমদানির বিষয়টি নতুন নয়। এ নিয়ে অনেক দূর কাজও হয়েছে।

ভারত কোটা সুবিধার আওতায় পণ্য রপ্তানির ব্যাপারে আন্তরিক এবং তারা একটি স্থায়ী চুক্তি চাচ্ছে। কিন্তু বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিক কমিশনের (বিটিটিসি) পর্যবেক্ষণ হচ্ছে, কোটা সুবিধার আওতায় ভোগ্যপণ্য আমদানির বিষয়টি সংশোধন যোগ্য হতে হবে। কারণ প্রতিবছর দেশের চাহিদা এক রকম নয়। বাংলাদেশে সব ধরনের ভোগ্যপণ্য উৎপাদন হয় এবং প্রতিবছর সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়টি ভারতকে সরকারকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনোতারা কেনো সিদ্ধান্ত জানায়নি। উভয়পক্ষ বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করছে।

তবে সম্প্রতি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, ভারত থেকে কোটা সুবিধায় ভোগ্যপণ্য আমদানির বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। রমজান সামনে রেখে দেশটি ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি রপ্তানির আগ্রহ দেখিয়েছে। আশা করছি, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী এ দুটি পণ্য রপ্তানি করবে ভারত। তিনি জানান, যেহেতু আমাদের ভোগ্যপণ্য আমদানি করতে হয় এবং এক্ষেত্রে ভারত একটি সুবিধাজনক বড় বাজার। তাই দেশটির সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি বা সমঝোতা করা যেতে পারে। সেটি নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।জানা গেছে, সর্বশেষ গত বছরের আগস্ট মাসে কোটা সুবিধায় সাত ভোগ্যপণ্য আমদানির বিষয়ে ভারত সফরে গিয়ে আলোচনা করেছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই সফরের সময় তিনি ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন।

দেশে ফিরে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের জন্য সাত পণ্যে কোটা রাখার আশ্বাস দিয়েছে ভারত। এ ব্যাপারে দিল্লির ব্যবসায়ীদের সঙ্গেও আলাদা বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারে তারাও  ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। নিত্যপণ্যে কোটা রাখা ও পণ্যে শীঘ্রই ছাড় পাওয়া যাবে, আশ্বাস পেয়েছি। আর নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি এ বিষয়গুলো নিয়ে ভারতীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছেন। কোটা সুবিধায় ভারতের কাছে ১৫ লাখ ৫০ হাজার টন চাল, ২৬ লাখ টন গম, ১০ লাখ টন চিনি, ৮ লাখ টন পেঁয়াজ, ৫০ হাজার টন আদা, ৭০ হাজার টন রসুন ও ১ লাখ টন মসুর ডাল চাওয়া হয়েছে। জানা গেছে, চলমান বৈশ্বিক সংকট সামনে রেখে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে ভোগ্যপণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে ভারতকে। কারণ ভারত থেকে সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়।

সরকারি সংস্থাগুলো বলছে, এ মুহূর্তে দেশে দ্রুত এবং স্বল্প খরচে পণ্য আমদানিতে ভারতের বিকল্প কোনো বাজার ব্যবসায়ীদের সামনে নেই। এ জন্য ভারত থেকেই ভোগ্যপণ্য আমদানি সহজ ও নিরাপদ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ইতোপূর্বে দিল্লিতে অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের কাছে সাতটি ভোগ্যপণ্য আমদানিতে কোটা সুবিধার প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে গত বছরের ৫-৭ সেপ্টেম্বর সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকেও গম চাল, পেঁয়াজ, চিনি, আদা ও রসুনের মতো নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে বার্ষিক কোটা সুবিধার বিষয়টি নিয়ে আলোচনা করে সরকারি প্রতিনিধি দল। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের

কারণে ভারত থেকে হঠাৎ করে চাল, গম ও চিনি আমদানি বেড়ে যায়। সে অনুযায়ী এসব পণের পরিমাণ উল্লেখ করে কোটা চাওয়া হয়। কিন্তু ভারত সরকার বলেছে, শুধু এক বছর নয়, অন্তত ১০ বছরের আমদানি তথ্য বিশ্নেষণ করে এসব পণ্যের পরিমাণ পুনর্নির্ধারণ করে প্রস্তাব পাঠাতে হবে। তাই এ কাজ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি আন্তঃমন্ত্রণায় কমিটি গঠন করা হয়।

ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ১৫ লাখ ৫০ হাজার টন চাল, ২৬ লাখ টন গম, ১০ লাখ টন চিনি, ৮ লাখ টন পেঁয়াজ, ৫০ হাজার টন আদা, ৭০ হাজার টন রসুন ও ১ লাখ টন মসুর ডালের  বার্ষিক কোটা চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৮ থেকে ১০ লাখ টন চাল এবং পাঁচ থেকে ৭ লাখ টন গম সরকারিভাবে আমদানি করা হবে। বাকি চাল, গম এবং অন্যান্য পণ্য ব্যবসায়ীরা আমদানি করবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত  পেঁয়াজ ও গম রপ্তানি বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে বাংলাদেশ।

মৌসুমের এই সময়েও ভোক্তাদের বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। রমজান সামনে রেখে আগামী দিনগুলোতে পেঁয়াজের চাহিদা আরও বাড়বে। কিন্তু নিত্যপণ্য আমদানিতে বার্ষিক কোটা দিলে সামগ্রিকভাবে কোনো পণ্যের রপ্তানি বন্ধ করলে বাংলাদেশ তার আওতায় থাকবে না। ভুটান ও মালদ্বীপকে এ সুবিধা দিয়ে আসছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর