গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা বিএনপি’র ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এম মঞ্জুরুল করিম রনি ও সদস্য সচিব শওকত হোসেন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো. ইদ্রিস আলী সরকারকে সভাপতি,মো.বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক এবং তানবিরুল ইসলাম রাজিবকে ১নং সাংগঠনিক সম্পাদক করা হয়।
এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ রফিকুজ্জামান রফিক,সহ-সভাপতি আব্দুল বারেক সরকার, সেলিম হোসেন, আমজাদ হোসেন সরকার,সেলিম সরকার,শাহজাহান পাঠান, আমিনুল ইসলাম সরকার,আউয়াল সরকার, রেজাউল করিম মাস্টার, নুরুল ইসলাম মোল্লা, আসাদুল হক আসাদ,জসিম উদ্দিন, আকবর আলি,মালেক সিকদার ও হযরত আলী।
এছাড়াও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,মেহেদি হাসান রিয়াদ,মাসুম রানা, আরিফুল ইসলাম লিটন,রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব,সহিদুল ইসলাম, আদনান শিশির, রুমন,ও আসলাম মিয়া।
সাংগঠনিক সম্পাদক মিয়া ফরহাদ ও আনোয়ার হোসেন আনু।
এ বিষয়ে কোনাবাড়ী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন জানান দলের নির্দেশে আমরা সাধারন মানুষের জন্য কাজ করে যাবো। এছাড়া যেকোন আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে লড়ে যাবো।
উল্লেখ্য এর আগে গত মাসের ২ তারিখে মো.ইদ্রিস আলী সরকারকে সভাপতি এবং মো.বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।