মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে ঢাকা  টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময়
কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিঃ এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশও কারখানা সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে ৭ টার সময় প্রায় ৪০০ জন শ্রমিক  ফ্যাক্টরীর ভেতরে প্রবেশ করে আনুমানিক ২০০/২৫০ জন  শ্রমিক ফ্যাক্টরীতে প্রবেশ না করে ঢাকা টাঙ্গাইল  মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা  টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে।
শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে বলেন,
সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে
আমাদের গ্রেট ১ থেকে গ্রেড ৪ মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল (ক)এবং তফসিল (খ) অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। ১০ ঘন্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাটাই করা যাবে না।
মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিঃ এর
এডমিন ম্যানেজার মোঃখালিদ হাসান জানান,শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মত হয়নি। তিনি আরো বলেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান,সকালে বে- ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে । বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে  সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর