গাজীপুরের কালিয়াকৈর গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ২১তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ঢাকা অঞ্চলের উদ্যোগে ২১তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়। আজ (১৯ নভেম্বর) শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় জাতীয় ক্যাম্পসাইটে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঢাকা অঞ্চলের সাহারা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ও অতিরিক্ত সচিব স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সচিব গন শিক্ষা মন্ত্রনালয় এবং সদস্য ঢাকা আঞ্চলিক কর্যালয় বাংলাদেশ গার্ল গাইডস ফারহানা হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিভিল সার্জন খাইরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রামার) ও গার্ল গাইডের প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জাতির পিতা বঙ্গবন্দু সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসসহ ঢাকা অঞলের ১৩টি জেলা হতে আসা কাউন্সিলররা এই অধিবেশনে যোগদান করেন।