বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে জাতীয় পার্টিসহ জামানত হারালেন ২৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর পাঁচটি আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর  মধ্যে জাতীয় পার্টিসহ জামানাত হারিয়েছেন ২৭ জন প্রার্থী। আ.লীগ মনোনীত প্রার্থী এবং তাদের দলের স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য প্রায় সব প্রার্থীই ৫ শতাংশের কম ভোট পেয়েছেন।

আইন অনুসারে মোট কাস্টিং ভোটের পাঁচ শতাংশ কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুসারে ৫ টি আসনে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন গাজীপুর ৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (মশাল) প্রতীক নিয়ে
মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি পেয়েছেন মাত্র ১০০ ভোট।
গাজীপুরে-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম মোজাম্মেল হক  ও তাদের দলের স্বতন্ত্র প্রার্থী মো.রেজাউল করিম রাসেল ছাড়া জামানত হারিয়েছেন ৫ জন প্রার্থী। এ আসনে ২৩৭ টি কেন্দ্রে মোট ভোটার  সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৫২ জন ভোটার। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৫ হাজার ৫৮৭ জন। এ আসনে ভোট পড়েছে ৩০ শতাংশ। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১২৭৬ ভোট,তৃণমূল বিএন সোনালী আঁশ প্রতীক নিয়ে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী পেয়েছেন ৩২২ ভোট,ইসলামি ঐক্যজোট মিনার প্রতীক নিয়ে ফজলুর রহমান পেয়েছেন ১৪৯৩ ভোট,বাংলাদেশ জাতীয়তাবদী আন্দোলন নোঙর প্রতীক নিয়ে পেয়েছেন ২০২ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীক নিয়ে সফিকুল ইসলাম পেয়েছেন ২৮৮ ভোট।
গাজীপুর- ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.জাহিদ আহসান রাসেল ও তাদের দলের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিমুদ্দিন ছাড়া বাকি সাত জন প্রার্থী জামানত হারিয়েছেন। এ আসনে ২৭২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ লাখ ৯৪ হাজার ১৮৭ জন ভোটার। এ আসনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩৭ ভাগ। বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে এস এম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৪২ ভোট,ন্যাশনাল পিপলস পার্টি আম প্রীতক নিয়ে কাজী হাসিবুর রহমান পেয়েছেন ২৩৭ ভোট, ইসলামিক ঐক্য ফন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক নিয়ে মোঃ আমির হোসাইন পেয়েছেন ১০২ ভোট, জাতীয় পার্টি নাঙ্গল প্রতীক নিয়ে মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ১০৫৯ ভোট,গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ঈগল (স্বতন্ত্র) প্রতীক নিয়ে পেয়েছেন ৩২২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস দল থেকে ডাব প্রতীক নিয়ে রেহেনা আক্তার রিনা পেয়েছেন ১১৫ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীক নিয়ে সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার পেয়েছেন ২৬৪ ভোট।
গাজীপুর-৩ আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি।  এ আসনে ১০৮ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৩১ হাজার ৪৯৫ জন ভোটার। এআসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৪৭ ভাগ। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী  এ কে এম সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ১৫৪ ভোট, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে এফ.এম সাইফুল ইসলাম পেয়েছেন ১২২৪ ভোট,কৃষক শ্রমিক জনতালীগের মোঃ আব্দুর রহমান গামছা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭১৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীক নিয়ে মো. জহিরুল হক রহমান বাচ্চু পেয়েছেন ২২৭ ভোট এবং এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীক নিয়ে মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ৩০৩ ভোট।
গাজীপুর-৪ এ আসনে ১২২ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ লাখ ৩৫ হাজার ২৬২ জন ভোটার। এ আসনে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯৭ ভাগ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বর্তমান সংসদ সিমিন হোসেন রিমি। এ আসনে বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে আব্দুর রউফ খান পেয়েছেন ১৮৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে মাসুদ চৌধুরী পেয়েছেন ৩৭৮ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ টেলিভিশন প্রতীক নিয়ে মোঃ  সারোয়ার-ই-কায়নাত পেয়েছেন ১০৫ ভোট,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ সামসুদ্দিন খান পেয়েছেন ৪৭৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে সামসুল হক পেয়েছেন ৩৪৩ ভোট।
গাজীপুর-৫ এ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আখতারুজ্জামান। এ আসনে ১২৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ লাখ ৫৬ হাজার ৫৭২ জন ভোটার । মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৬৯ ভাগ। এ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে উর্মি পেয়েছেন ১ হাজার ৯৬ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এম এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ৩৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মোঃ আমজাদ হোসেন পেয়েছেন ৩৮২৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীক নিয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ পেয়েছেন ১০০ ভোট,ইসলামিক ফন্ট বাংলাদেশ ইয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ আল আমিন দেওয়ান পেয়েছেন ৫৮৯ ভোট এবং গণফোরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে মোঃ সোহেল মিয়া পেয়েছেন ১০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর