গাজীপুরে শ্রমজীবি মানুষের সাথে মতবিনিময় সভা করলেন তানভীর শাকিল জয় এমপি

গাজীপুর সিটি কর্পোরেশনের কুদ্দুস নগর স্কুল মাঠে শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আশপাশের কয়েক হাজার শ্রমজীবীরা অংশগ্রহণ করেন। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য ও শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কমিটি সভাপতি এ্যাড: নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ সরকার পরানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ভি,পি, শাহ্ জালাল মুকুল,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, সদস্য খলিলুর রহমান এম এ,গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্চিত মল্লিক বাবু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাসউদ্দীন খোকন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ,৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাষ্টার প্রমুখ।