শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

গাজীপুরে স্কুল ছাত্র হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টারের নাম : / ৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে এক স্কুল ছাত্রকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন— সেলিম (২২), আব্দুল্লাহ আলম মামুন (১৯), শাহ আলম (২৯), মোঃ রিপন মিয়া (৩০), মোঃ মিলন খন্দকার (২৪), মোঃ তানজিল (২৪) ও শফিকুল ইসলাম (২২)।

রায় ঘোষণা কালে আব্দুল্লাহ আল মামুন, সেলিম, রিপন খন্দকার ও মোঃ তানজিল আদালতে উপস্থিত ছিলেন।

গতকাল  সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন কাজী এ রায় প্রদান করেন।

আসামি পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লাবিব সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, আমি এ রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আবেদন করবো। এছাড়াও রায়ের কপি পেতে আদালতে আবেদন করবো।

তিনি আরো বলেন, রায়ে প্রত্যেককে ১০লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

গাজীপুর আদালতের এপিপি মাহবুব আলম মামুন মামলার বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ৮ ডিসেম্বর রাত আটটার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোঃ সোহেল পার্শ্ববর্তী চায়ের দোকানে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। এর পর সে আর বাড়ীতে ফিরে আসেনি। পরদিন সোহেলের পিতার মোবাইলে ফোন দিয়ে অজ্ঞাত ব্যক্তি সোহেলের সন্ধান লাভের জন্য একলাখ টাকা দাবি করে। ১০ ডিসেম্বর সকালে জয়দেবপুর থানার লুটিয়ারচালা গ্রামের মিনারদাগ নামক স্থানে গজারী বনের ভিতরে ছেলের লাশ পড়ে থাকার খবর পান। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা ফজলুল হক বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ হাসান তদন্তের পর ২০১৫ সালের ১৮ জানুয়ারি ওই সাতজনকে আসামি করে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ শুনানীর পর আদালত সাত আসামিকে ওই সাজা প্রদান করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মাহবুব আলম মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর