গাজীপুরে ৫-৮ জানুয়ারি মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর মহানগরীর আওতাধীন নির্বাচনী এলাকায় যানবাহন নির্দিষ্ট সড়ক ব্যতীত নিষেধাজ্ঞাসহ ৫ জানুয়ারী মধ্যরাত থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)এডিশনাল ডি আই জি জিয়াউল হক জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গত ৩১ ডিসেম্বর’২০২৩ ইং তারিখে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনমূলে এবং গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ ধারার বিধান মোতাবেক গাজীপুর মহানগরীর আওতাধীন নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি রাত ১২টা হতে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত যেকোন ধরণের ভারী যানবাহনসহ ট্রাক, ট্যাক্সি ক্যাব/কার, মাইক্রোবাস, পিকআপ, বাস, জিপ, টেম্পো, স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন, ইঞ্জিন চালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। সেই সাথে ৫ জানুয়ারী দিবাগত রাত ১২টা হতে ৮ জানুয়ারী দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ীর উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
গণ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনি এজেন্টদের জন্য বর্ণিত নির্দেশনা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। কতিপয় জরুরী পরিসেবা যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম পরিচালনা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও জাতীয় মহাসড়ক, জরুরী পণ্য, ঔষধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে ব্যবহৃত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা শিখিল থাকবে।