গোমস্তাপুরে জেলহত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি পালন করে।
(০৩ নভেম্বর) বৃহস্পতিবার সকালে কলোনি মোর সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও বিকেলে দোয়া খায়ের ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে, আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস,জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয় প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে জাতীয় চার নেতা সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।