ঘুড়কা ইউপিতে শীতার্ত মানুষদের কম্বল বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নং ঘুড়কা ইউনিয়ন পরিষদে – ইউনিয়নের গরীব দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতার –
মঙ্গলবার (২৬ ডিসেম্বর-২০২৩) দুপুরে ঘুড়কা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন – ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান।
এ সময়ে বিতরণ অনুষ্ঠানে – উপ-সহকারী কৃষি অফিসার (ট্যাগ অফিসার) শাকিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক মোছাঃ জয়নব খাতুন, ঘুড়কা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম রিপন সহ অন্যান্য ইউপি সদস্যগণ, কর্মচারী গণ এবং সুবিধা ভোগীদের অনেকে উপস্থিত ছিলেন।
জানাযায় যে – ইউনিয়নের শীতার্ত ৩৫০ জন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হবে।