চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিক তৈরিতে সহযোগিতা করা হবে জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসায় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডা. আ.আ.ম মেসবাহুল হক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক, এ কে এম গালিভ খাঁন।
আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, একজন অ্যাথলেটিকস আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশ নিয়ে যেন দেশের সুনাম অর্জন করতে পারেন, সেই লক্ষে তৃণমূল থেকে অ্যাথলেটিকস অন্বেষণ করা হচ্ছে। তারি ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রতিযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আমি আশা করব এই অ্যালেটরা ভবিষ্যতে ভালো করবে। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, রুহুল আমিন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাঈমা খান, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল হান্নান, এবং বদিউজ্জামান বুধু প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলার অ্যাথলেটরা দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস ও রিলেসহ ৩২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। বিকেলে একই মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।