বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী কোটচাঁদপুরে রাজিবুল কবির

  মোঃ আশাদুল ইসলাম-ঝিনাইদহ: / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

কোটচাঁদপুর ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড কোটচাঁদপুর উপজেলা থেকে সদস্য পদে (তালা) প্রতীকে বিজয়ী হয়েছেন মোঃ রাজিবুল কবির। তিনি ভোট পেয়েছেন ২৭। তার নিকট তম প্রতিদ্বন্দি কে.এ.এম হেলারিং (অটোরিকশা) প্রতীক নিয়ে ২৩ ভোট পেয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) কোটচাঁদপুর বাজেবামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কেন্দ্রে ভোটার ছিলো ৮১ জন। এর মধ্যে ৮১ জনই ভোট প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রের ভিতরে ও বাইরের সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক ছিলো। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিজয়ের পর প্রতিক্রিয়ায় রাজিবুল কবির কোটচাঁদপুর বার্তা কে জানান, এই বিজয় সকলের। সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আমাকে বিজয়ী করায় ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে কোটচাঁদপুর উপজেলাবাসী কে শুভেচ্ছা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর