শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

টঙ্গীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পানি ও স্যালাইন বিতরণ 

রিপোর্টারের নাম : / ৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
প্রচন্ড তাপদাহে গাজীপুরের টঙ্গী ও মীরের বাজার এলাকায় জনসাধারণের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও গাজীপুর জেলা মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠন কর্তৃপক্ষের উদ্যোগে এ
ও স্যালাইন বিতরণ করা হয়।
খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশে ব্যাপক তাপদাহ চলমান থাকায় জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং পথচারী ও সাধারণ যাত্রীদের হিটস্ট্রোকের প্রভাব থেকে সুরক্ষায় ব্যবসায়ী সমিতির উদ্যোগকে সাধুবাদ জানান জেলা প্রশাসক। তিনি নগরের বিভিন্ন স্থানে এমন কার্যক্রম চালু রাখতে তাদেরকে আহবান জানান এবং এক্ষেত্রে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কথা ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর