শিরোনামঃ
টাঙ্গাইলে হত্যা মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/IMG_20231019_114825-700x390.jpg)
গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এরশাদ বিশ্বাস নামে একজনকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী রিপন ওরফে রিপু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার ভোরে জিএমপি গাছা থানাধীন দক্ষিণ খাইলকৈর এলাকা থেকে র্যাব -১ পোড়াবাড়ি ক্যাম্পের কর্মকর্তা গ্রেফতার করে । দুপুরে র্যাব -১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন প্রেস ব্রিফিং এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
র্যাব জানায়, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের নাগরপুর থানাধীন পাইকশা এলাকায় যমুনা নদীর পাড়ে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা বনাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় ।
বিরোধের জেরে ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় জয়নাল সরদারের ন্যাপিয়ার ঘাস ক্ষেতে আসামী রিপন ওরফে রিপু মিয়া (২০) সহ ৮/১০ জন মিলে দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, দা নিয়ে হামলা চালিয়ে এরশাদ বিশ্বাস (৩৮) কে মারপিট করে ফেলে রাখে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা কমপ্লের হাসপাতালের ভর্তি করে । ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় এরশাদের স্ত্রী জহুরা খাতুন(৩৬) বাদী হয়ে রিপন @ রিপু মিয়া (২০) সহ ১৫ জনে বিরোদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন । র্যাব-১, এর একটি আভিযানিক দল এ হত্যাকান্ডের আসামী গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ।
তথ্য প্রযুকক্তির মাধ্যমে মামলার প্রধান পলাতক আসামী রিপন ওরফে রিপু মিয়া(২০) কে জিএমপি, গাজীপুর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করেছে র্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত রিপন মিয়া টাঙ্গাইলের নাগরপুর থানার পাইকশা এলাকার আবুল কালাম ওরফে কালু শেখের ছেলে ।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান । গ্রেফতারকৃত রিপন ওরফে রিপু মিয়াকে টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর