শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৮ মাদক ব্যবসায়ী

রিপোর্টারের নাম : / ৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মো. আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য সহ ৮জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ। এসময় ১২০ (একশত বিশ) বোতল ফেন্সিডিল, ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা এবং ৭০ (সত্তর) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ০৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ০৫টি, পীরগঞ্জ থানা- ০১টি, বালিয়াডাঙ্গী থানা- ০২টি, ভূল্লী থানা- ০১টি, হরিপুর থানা- ০১ টিসহ সর্বমোট ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান বরাবরের মতোই জিরো টলারেন্সে রয়েছে। অভিযান অব্যাহত থাকায় মাদকের উপস্থিতি অনেকটাই কমে গেছে। মাদকের বিরুদ্ধে শুধু অভিযানই নয়,সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর