দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
বিএনপি সরকার আমলে (২০০৫) দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার নেতা কর্মীরা এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেন।
গাইবান্ধা রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাট্য সংস্থার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
এসময় উপন্থিত ছিলেন সদর আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ন সাধারন সম্পাদক রনজিত বক্সী সূর্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাহমুদা বেগম পারুল, গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো: সাঈদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামী অংগসংগঠনের নের্তৃবৃন্দ।
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন- দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।