নিখোঁজ সংবাদ

ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠার পর নন্দিতা বিশ্বাস (৩৬) নামে এক গৃহবধূ হারিয়ে গেছে। তার পিতা, গোপাল বিশ্বাস, মাতা,প্রতিমা বিশ্বাস, গ্রামঃ শিববাড়ী, ডাকঘরঃ নেত্রকোনা, থানাঃ সদর, জেলাঃ নেত্রকোনা।
সে গত ১১ জানুয়ারি ২০২৩ ইং তারিখে রাত ১০ টা
২০ মিনিটে ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে শ্রমিক ইউনিয়ন এর বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সে আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।
তাকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে নেত্রকোনা থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়। জিডি নং- ৬৭৩ তারিখ -১২/০১/২৩। কোন সহৃদয়বান ব্যক্তি ছবির গৃহবধূর সন্ধান জেনে থাকলে নেত্রকোনা থানার উপ-পরিদর্শক (এসআই) সামায়ূন কবির ( ০১৭৫৩-৯৯৩৩৭১)
অথবা কমল কানতি পাল (01732061778)পাল ফ্যাশন হাউস একতা টাওয়ার ২য় তলা কোনাবাড়ী গাজীপুর এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।