প্রত্যাশিত সিরাজগঞ্জের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রত্যাশিত সিরাজগঞ্জ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সম্মলন কক্ষে সম্পুর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ সামছুল আলম,
বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও সংগঠনের উপদেষ্টা মোঃ আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও নির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ হোসাইন, চৌহালী হাটঘোরযান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন,মোঃ গাজীদুর রহমান সহ সংগঠনের সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক
নিজেদের অর্থয়নে স্বেচ্ছাসেবী এই সংগঠন দুর্যোগময় সময়ে ও সমাজের নিম্নবৃত্ত অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। আগামীতেও আরো মানুষের পাশে দাড়াবে সংগঠনটি এমনটাই প্রত্যাশা করেন সংগঠনের সকল সদস্য।
উল্লেখ্যঃ- সংগঠনে বিভিন্ন ভাবে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করায় ৫ টি ক্যাটগরীতে আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক সোহেল রানা সোহাগ সহ মোট ১৩ জন কে সন্মাননা প্রদান করা হয় এবং একজন প্রতিবন্ধী কিশোরকে হুইল চেয়ার প্রদান করা হয়।